How To Increase Ratio In Torrent by Real IP and Share IP ; শেয়ার আইপি আর রিয়েল আইপি দিয়ে ব্যবহারকারীরা কিভাবে রেশিও উন্নতি করবেন
শেয়ার আইপি আর রিয়েল আইপি দিয়ে ব্যবহারকারীরা কিভাবে রেশিও উন্নতি করবেনঃ
চলেন তাহলে শুরু করি,
১. শেয়ার আইপিঃ ৫-১০জন (এভারেজ) মিলে যে আইপি ব্যবহার করে সেটা হচ্ছে শেয়ার আইপি।
শেয়ার আইপি দিয়ে রেশিও উন্নতি কিভাবে করবেনঃ
শেয়ার আইপি দিয়ে সিড করলে আপলোড এমাউন্ট পাওয়া খুবই কষ্টের ব্যাপার। তবে আপনি যদি ফাইল সিড করেন ঘন্টাই ০.৬ করে পয়েন্ট পাবেন যত জমাবেন ততই লাভ আপনারই কারণ পরে আপনি পয়েন্ট দিয়ে আপলোড এমাউন্ট ক্রয় করে রেশিও এর উন্নতি করাতে পারবেন । উন্নতি কতটুকু হবে তা নির্ভর করছে আপনি কি পরিমাণ ডাউনলোড করেছেন তার উপর। আরেক ভাবে রেশিও উন্নতি করা যাবে সেটা হল ভাল আর পুপলার ফাইল যদি আপলোড করেন সাইটে। তবে ফাইল আপলোড করলেই হবেনা আপনাকে রিয়েল আইপির জন্য অপেক্ষা করতে হবে(রিয়েল আইপি কি জানতে হলে নিচে বলা আছে দেখে নিবেন) । যখন রিয়েল আইপি ইউজার কানেক্ট(ডাউনলোড অথবা সিড) হবে তখনি অন্য শেয়ার আইপিরা ডাউনলোড করতে পারবে আপনার ফাইল। তখনি আপনি আপলোড পেতে থাকবেন আর রেশিও উন্নতি হতে থাকবে মনে রাখবেন ডাউনলোড এর সাথে যত কম দূরত্ব থাকবে আপলোড এর ততই দ্রুত রেশিও উন্নতি হবে।
শেয়ার আইপিরা একটা প্রব্লেম এ বেশি মুখোমুখি হন সেটা হল Connecting to Peers । সেটা এই কারনেই হয় যে ওই ফাইলে কোন রিয়েল আইপি ইউজার সিডিং এ না থাকলে অথবা ডাউনলোড করছেনা ফাইল।
২. রিয়েল আইপিঃ যে আইপি টা শুধু আপনিই ইউজ করবেন ।
রিয়েল আইপি দিয়ে রেশিও উন্নতি কিভাবে করবেনঃ
রিয়েল আইপি দিয়ে রেশিও উন্নতি করা অনেক সহজ। আপনি ফাইল সিড করলে ঘণ্টাই ০.৬ করে পয়েন্ট পাবেন সাথে যেই ওই ফাইল টা ডাউনলোড করবে আর আপনার আইপির সাথে কানেক্ট হবে তখনি আপনি আপলোড এমাউন্ট পেতে থাকবেন । ৬ মাস আগের ফাইল যদি আপনি সিডে রেখে দেন আর কেউ ডাউনলোড করল তখনো আপনি আপলোড পাবেন। যখনি আপনি ফাইল আপলোড করবেন তখনি শেয়ার আইপিরা নামাতে পারবে আপনার ফাইল। ৬ মাস আগের ফাইল এ যদি কোন শেয়ার আইপি সিডার থাকে তাও আপনি নামাতে পারবেন। মোটকথা রিয়েল আইপিরা আরামে রেশিও উন্নতি করতে পারে ।
রিয়েল আইপির গুরুত্ব যেহেতু বেশি সো রিয়েল আইপি ইউজারদের বলব আপনারা ফাইল বেশিদিন সিড এ রেখে দিবেন তাতে অন্যরা ফাইল নামাতে পারবেন সহজে। আপনাদের ফাইল এ সিড এ থাকলে আপনারই লাভ সাথে অন্যরাও লাভবান হল।
রিয়েল আইপি নিতে হলে আপনি আপনার আইএস্পি এর সাথে কথা বলুন।
এখন আপনি ভাবুন যে কিভাবে রেশিও উন্নতি করতে পছন্দ করবেন। choice is yours।
কিভাবে বুঝবেন রিয়েল আইপি নাকি শেয়ার আইপি ব্যবহার করছেন?নিচে দেয়া হলঃ
- Open uTorrent
- Press CTRL+g
- Copy PORT
- Go to CanYouSeeMe Site & Paste it.
If Success then you have a Real IP .
*** Freeleech Torrent : Freeleech means that the download size of the torrent does not count towards your overall ratio, only the uploaded amount on the torrent counts toward your ratio.
In the event that your ratio is poor,download and seed freeleech contents to enhance it effortlessly.
এই ফ্রিলিছ ফাইল গুলো যত পারেন নামাবেন আর সিড করবেন তাতে আপনি পয়েন্ট পাবেন আবার আপলোড ও পাবেন আশা করি।
আশা করি এত বড় রচনা পরে আপনি বুঝতে পেরেছেন।
Best Of Luck.
(Collected)
(Collected)